স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : দলিত অধিকার ও সামাজিক ন্যয় সহ ১৭ দফা দাবিতে ২৩ নভেম্বর রাজভবন অভিযান সংগঠিত করা হবে। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ ৭ টি সংগঠনের যৌথ উদ্যোগে এই রাজভবন অভিযানের আয়োজন করা হবে।
শনিবার মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা সুধন দাস। তিনি বলেন, ভারতের স্বাধীনতার ৭৬ তম বছরে দলিত, তপশিলি, আদিবাসীরা ভয়ংকর দুর্দশা এবং বৈষম্যের সম্মুখীন হয়ে আছে।
ডঃ বি আর আম্বেদকর প্রণীত ভারতের সংবিধান আজ আক্রান্ত। বিজেপির নেতৃত্বাধীন সরকারের ৯ বছরে পরিস্থিতি ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই তপশিলিদের সার্বিক উন্নয়নের জন্য নীতির পরিবর্তন ও তপশিলিদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি গুলি কার্যকর করতে হবে। বিশেষ করে তাদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে তপশিলি জাতি উপজাতি সাবপ্লেনে জনসংখ্যার অনুপাতের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং তপশিলি অংশের মানুষের উন্নয়নের জন্য ব্যয় নিশ্চিত করা বিধিবদ্ধ আইন তৈরি করতে হবে। এর পাশাপাশি তপশিলি ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজন ভিত্তিক আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। চাকরি ও শিক্ষা কোন ক্ষেত্রে সংরক্ষিত পদ অবলুপ্ত করা যাবে না। পদোন্নতিতে সংরক্ষণ কঠোরভাবে মান্যতা দিতে হবে। আর এই দাবিগুলি নিয়ে রাজ্যপালের কাছে যাবে বামেদের সংগঠন গুলি। তপশিলি অংশের মানুষকে রাজভবন অভিযানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।