স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : বিকশিত ভারত সংকল্প যোজনা ও প্রতি ঘরে সুশাসন ২.০ -র বিশেষ কর্মসূচি সামনে রেখে শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠকে ভারত সরকারের চিন্তাভাবনা বাস্তবায়ন করার নিয়ে কর্পোরেটরদের সাথে আলোচনা করা হয় বলে জানান মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন এর মূল উদ্দেশ্য হলো কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুযোগ-সুবিধা যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়। দ্রুত প্রতিটি ওয়ার্ডে এস বাস্তব রূপ দেওয়া হবে বলে জানান মেয়র। এদিন দীর্ঘক্ষন চলে বৈঠক। বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক।