Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপাঁচ দফা দাবিতে নারী সমিতির বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে নারী সমিতির বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : রেগা, টুয়েপ ও সামাজিক ভাতা নিয়ে মানুষের উপর যে সমস্যা সৃষ্টি হয়ে আছে তা সমাধানের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির পক্ষ থেকে শনিবার আগরতলা পুর নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির সম্পাদিকা জানান, ডাবল ইঞ্জিন সরকারের কারণে চরম অরাজকতা চলছে।

 অমানবিক একটা পরিস্থিতি হয়ে আছে রাজ্য। মানুষের ঠিকভাবে রেগার কাজ ও টুয়েপের কাজ এবং মজুরি মিলছে না। সামাজিক ভাতা অনিয়মিত হয়ে গেছে। বিশেষ করে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৫০,০০০ সামাজিক ভাতা কেটে দেওয়া হয়েছে। মহিলারা শাসক দলের না হলে এস এইচ জি -তে নাম নথিভুক্ত করতে পারছে না। এভাবে প্রতিদিন বহু মহিলা বঞ্চিত হচ্ছে। তাই দলমত নির্বিশেষে রেগা ও টুয়েপের কাজ প্রদান করা, মজুরি বৃদ্ধি করে ৩৪০ টাকা করা এবং নিয়মিত সামাজিক ভাতা প্রদান করা সহ ৫ দফা দাবিতে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে সমস্যার সমাধানে দাবি জানানো সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য