স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : তিনদিন ধরে পেট্রোল পাম্পে সি.এন.জি গ্যাস না পেয়ে পথ অবরোধে বসে সি.এন.জি গ্যাস পরিচালিত গাড়ি চালকরা। ঘটনার শনিবার দুপুরে মেলাঘর পেট্রোল পাম্প সংলগ্নে। অভিযোগ গত তিনদিন ধরে মেলাঘর পেট্রোল পাম্পে বিদ্যুৎ না থাকায় গাড়ি চালকরা সি এন জি গ্যাস নিতে না পেরে বিশ্রামগঞ্জ – সোনামুড়া সড়ক অবরোধ করে। গাড়ি চালকদের রাস্তা অবরোধের ফলে রাস্তার উভয় দিকে বহু গাড়ি আটকে পড়ে।
খবর পেয়ে অবরোধ স্থলের ছুটে আসেন মেলাঘর থানার পুলিশ, টি এস আর ও সি আর পি এফ জওয়ানরা। খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। পুলিশ অবরোধকারীদের আশ্বাস দেয় সি.এন.জি পাম্পের বিদ্যুৎ -এর সমস্যা দ্রুত সমাধান করা হবে। পরে পুলিশের আশ্বাস পেয়ে গাড়ি চালকরা পথ অবরোধ মুক্ত করে। তবে গাড়ি চালকরা জানায় বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় মুখ থুবড়ে পড়েছে সিএনজি স্টেশনটি। গাড়ি চালকদের লাইনে দাঁড়িয়ে থেকে গত তিন দিন ধরে দিন রাত কাটাতে হচ্ছে। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। সবচেয়ে অবাক করা বিষয়, ফোন করে যখন বিদ্যুৎ নিগমের কর্মীদের গত দুদিনে সিএনজি স্টেশনে নিয়ে আসা যায়নি, তখন অফিসে গেলে দেখা যায় কর্মীরা বাইরে দিয়ে তালা লাগিয়ে ভেতরে বসে আছে। তারপর শনিবার সকাল থেকে বহুবার ফোন করা হলে নিগমের কর্মীরা ফোন ধরছে না। তাই তারা অবরোধে বাধ্য হয়েছে বলে জানান এদিন।