Monday, March 17, 2025
বাড়িরাজ্যসরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করল কংগ্রেস

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনকে সংহতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস। অনুরূপ ভাবে গোটা রাজ্যব্যাপী সংহতি দিবস হিসাবে পালন করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

 বর্তমান পরিস্থিতিতে সংহতি দিবস পালনের তাৎপর্য বিশাল। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। গোটা পৃথিবীতে যুদ্ধের নামে ভয়ংকর প্রবণতা চলছে। ধর্মানন্ধতা, সঙ্কীর্ণতা , দুর্নীতি এসবের মধ্য দিয়ে মানুষকে ভাগ দেওয়ার প্রচেষ্টা চলছে দেশে। এই অবস্থায় এ আই সি সি – আহ্বান জানিয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনকে সংহতি দিবস হিসেবে পালন করার। আগামী ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিনকে উদযাপন করা হবে। অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ কর্মসূচী। এদিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য