স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : বাড়িতে প্রবেশ করে টেবিল এজেন্সিতে চুরির ঘটনা সংঘটিত করল চোর। ঘটনা বুধবার সন্ধ্যা রাতে রামনগর রোড নং ১ এলাকায়। ট্রাভেলস এসেজিন্সির মালিক সায়ন্তন দেব জানান বুধবার সন্ধ্যায় কিছুক্ষনের জন্য দুর্গাচৌমুহনী গিয়ে ছিলেন তিনি। সেই সময় এক ব্যক্তি তাদের দোকানে আসে।
স্ত্রী দেখতে পেয়ে জিজ্ঞাসা করে আসার কারন। অচেনা ব্যক্তিটি টিকিট কাটার কথা জানায় মহিলাকে। তিনি কিছু সময় অপেক্ষা করতে বলেন। স্বামী ফিরে এলে বিষয়টি জানান। কিন্তু ততক্ষনে অচেনা ব্যক্তি চলে যায়। সায়ন্তন নিজের ল্যাপটপে কাজ করতে করতে ক্যাশবাক্স খুলতে দেখতে পান টাকা উধাও। ক্যাশবাক্সে থাকা দেড় হাজার টাকা নেই। তৎক্ষনাৎ সিসিটিভি খতিয়ে দেখেন। নজরে আসে অচেনা ব্যক্তিটি বাইরে থেকে গ্রীলের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা নিয়ে গেছে। খবর দেওয়া হয় রামনগর ফাঁড়িতে। বৃহস্পতিবার মালিক সায়ন্তন দেব পুলিশের উপর এক রাশ ক্ষোভ উগরে দেন। বাড়ির মালিক জানান পুলিশকে ফোন করার পর পুলিশ জানান তাদের কাছে পর্যাপ্ত গাড়ি নেই। তাই আসতে দেরি হবে। যথারীতি পুলিশ ঘটনাস্থলে সময়মতো পৌঁছায়নি।