স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : গত কয়েক মাস ধরে লাগাতার জিবি হাসপাতালের স্বাস্থ্যপরিষেবা নিয়ে রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ উঠছে। প্রধান রেফারেল হাসপাতাল হওয়ার পরও দায়িত্বজ্ঞান হারিয়েছে হাসপাতালের কতিপয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ফলে হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা। সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি লাল্লু এ বিষয়ে অবগত হয়েছেন। তাই তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি-র পরিষেবা খতিয়ে দেখতে যান বৃহস্পতিবার। ত্রিপুরার রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম জিবি হাসপাতাল পরিদর্শন। জিবিতে তাঁকে স্বাগত জানান স্বাস্থ্য দপ্তরের সচিব ডা. সন্দীপ আর রাঠোর। সঙ্গে ছিলেন প্রন্সিপাল ডাঃ সঞ্জিব দেববর্মা, এম এস- ডাঃ শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ওয়ার্ড গুলিতে কি ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে সেই বিষয়ে অবগত হন। পরিকাঠামোগত দিকটিও খতিয়ে দেখেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। প্রতিটি ওয়ার্ড পরিদর্শন শেষে জিবি ত্যাগ করেন তিনি। তবে তাঁর এই পরিদর্শনের বিষয়ে কিছু জানাতে চাননি।