স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : উর্মাদ দুই যুবক ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন। ঘটনা এয়ারপোর্ট থানাধীন স্কুলটিলা এলাকায়। আহত ব্যাক্তিকে স্থানীয়রা উদ্ধার করে পাঠায় জিবি হাসপাতালে।
ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাইক চালক। ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন স্কুলটিলা এলাকায় বৃহস্পতিবার বাইক ও ব্যাটারি চালিত অটোর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় এক ব্যাক্তি। জানা যায় দুটি বাইক নিজেদের মধ্যে রেইস দিতে গিয়ে ব্যাটারি চালিত অটোটিকে ধাক্কা দেয়। ফলে বাইকটিকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত অটো ও বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।
তে TR01 X 7125 নম্বরের বাইকের চালক গুরুতর আহত হয়। অপর বাইক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ব্যাক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার করে বাইক ও ব্যাটারি চালিত অটো নিয়ে যায় থানায়। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ উঠছে লম্পটে যুবকদের কারণে এলাকায় দুর্ঘটনা বাড়ছে। পুলিশের নেই সঠিক ভূমিকা।