স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : রাজ্যপালের জিবি হাসপাতাল পরিদর্শনের মাঝেই বৃহস্পতিবার জিবির পরিষেবা নিয়ে ফের অভিযোগ তুললেন রোগীর আত্মীয় পরিজন। বিশেষত আই সি ইউ -র পরিষেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। উদয়পুর থেকে আগত সুস্মতিতা সেন নামের এক মহিলা জানান তাঁর রোগী আই সি ইউ-তে রয়েছে। কিন্তু রোগীর আত্মীয় পরিজনের জন্য কোন বাথরুমের ব্যবস্থা রাখা হয়নি। অতিরিক্ত শয্যা ভাড়া নিয়েও সরব হন।
নেই সিসিটিভি ক্যামেরা। এই ক্ষেত্রে কর্মীদের দুর্ব্যবহারের শিকার হতে হয় বলেও অভিযোগ। রাজ্যপালের সফর বলেই জিবি হাসপাতালকে সাফাই করা হয়েছে। অন্যদিকে কোন সাফাই করা হয় না। ভি আই পি এলে কেন এত দৌড়াঝাপ এই নিয়ে ক্ষোভ জানান। এ ধরনের অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে আগেও বহুবার উঠেছে। কিন্তু হুশ ফিরে না হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে রাজ্যপালের পরিদর্শনের পর কতটা হুশ ফিরবে সেটাই এখন দেখার বিষয়। না হলে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে গিয়ে মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। শীততাপ কক্ষ থেকে এর খোঁজ রাখছে না সরকার। কিন্তু অসহায় মানুষ বিভিন্ন মহকুমা ও জেলা থেকে প্রতিদিন এই হাসপাতালে আসছে পরিষেবার জন্য। কিন্তু কতটা নগ্ন অবস্থা জিবি হাসপাতালে সেটা রোগীর পরিবারই একমাত্র বলতে পারে।