স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : দেশের বর্তমান সরকার যতই চেষ্টা করুক না কেন ইতিহাসের পাতা থেকে পন্ডিত জহরলাল নেহেরুর নাম মুছতে পারবে না। কিন্তু বর্তমান সরকার ছোট মানসিকতার পরিচয় দিয়ে চলেছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রথমে জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলে পন্ডিত জহরলাল নেহেরুর পতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক সুবিশাল শোভাযাত্রা সংগঠিত করা হয়। শোভাযাত্রাটি গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে শেষ হয়। উপস্থিত সকলে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আরো বলেন, গাঁজা এবং ইজরাইলের মধ্যে যুদ্ধের নামে শিশু নিধন চলছে। এই সময়ে দাড়িয়ে পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধের নামে শিশু নিধন অবিলম্বে বন্ধ করার দাবি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতবর্ষের উন্নয়নের ভিত তৈরি করে দিয়ে গেছেন পন্ডিত জহরলাল নেহেরু।