Wednesday, May 28, 2025
বাড়িরাজ্যডায়বেটিস নিয়ে সকলকে সচেতন হতে আহবান জানান স্যন্দন পত্রিকার সম্পাদক

ডায়বেটিস নিয়ে সকলকে সচেতন হতে আহবান জানান স্যন্দন পত্রিকার সম্পাদক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : ১৪ নভেম্বর বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি আগরতলা শাখার উদ্যোগ এইদিন আই.এম.এ হাউসের সামনে থেকে শুরু হয় মিছিলটি। রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি পুনঃরায় আই.এম.এ হাউসের সামনে এসে শেষ হয়।

 সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে, ত্রিপুরা পুলিশ একাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস সহ অন্যান্যরা। স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, প্রতিবছর ১.৫ মিলিয়ন রোগী মারা যায় ডায়াবেটিসে।

 তাই ডায়াবেটিস নিয়ে সকলকে সচেতন থাকতে হবে। কারণ নাহলে যেভাবে ডায়াবেটিসের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে মহামারী রূপ নিতে পারে। তাই এখন থেকেই সজাগ হতে হবে বলে জানান স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। এক সাক্ষাৎকারে ত্রিপুরা পুলিশ একাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস জানান, মানুষ নিজের স্বাস্থ্যর বিষয়ে সচেতন হলেই রোগ প্রতিরোধ সম্ভব। এইদিনের সচেতন মূলক মিছিলের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা। যাতে করে ডায়বেটিসকে প্রতিরোধ করা যায়। শুধুমাত্র ঔষধ খেয়ে ডায়বেটিসকে কখনো প্রতিরোধ করা সম্ভব নয়। এইটা বিশেষজ্ঞদের অভিমত। জীবনশৈলী পরিবর্তন করে ডায়বেটিসকে প্রতিরোধ করা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!