স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : মঙ্গলবার ছিল অন্নকূট। দেবতার ভোগে অন্নব্যঞ্জন পাহাড়ের মতো চূড়া করে সাজিয়ে নিবেদন করা হয় এদিন। মঠ-মন্দিরের প্রধানেরা জানিয়েছেন, অন্নকূটের প্রতিটি পদের ভিন্ন ভিন্ন নাম এবং ইতিহাস রয়েছে। তাদের রান্নার পদ্ধতিতেও আছে রকম ফের।
কথিত আছে, এক বার কৃষ্ণ ব্রজদের ইন্দ্রপুজো বন্ধ করে গিরিরাজ গোবর্বধনের পুজো করতে বলেন। কেননা গোবর্বধন পাহাড়ই ব্রজবাসীদের জীবন-জীবিকার প্রধান আশ্রয়। তাই তাঁরই পুজো করা উচিত। পুজো বন্ধ হওয়ার সংবাদে কূপিত ইন্দ্র ঝড়বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ধ্বংস করতে চাইলে শ্রীকৃষ্ণ গোবর্বধন পাহাড়কে এক আঙুলে করে তুলে ধরে ব্রজবাসীদের রক্ষা করেন। ইন্দ্রের ভয়ঙ্কর বজ্রের আঘাত নিজ অঙ্গে ধারণ করেন গোবর্বধন। ব্রজবাসীরা তার পর থেকে সেই তিথিতে গিরিরাজ গোবর্বধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন, তাই অন্নকূট নামে পরিচিত। মঙ্গলবার জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে। এইদিন সকাল থেকে জগন্নাথ মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি বিকাশ শ্রবণ মহারাজ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অন্নকূট-এর গুরুত্ব তুলে ধরেন।