স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শনিবার সন্ধ্যায় স্থানীয় বিবেকানন্দ স্টেডিয়াম পরিদর্শন করেন। এখানে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জনজাতি গৌরব দিবস উদযাপিত হবে। মুন্ডা বিদ্রোহের অন্যতম যোদ্ধা বিরসা মুন্ডার জন্ম দিবস পালনের লক্ষ্যেই এই জনজাতি গৌরব দিবস উদযাপনের আয়োজন।
মন্ত্রী বিকাশ দেববর্মা কথা বলেন মঞ্চ নির্মাণকারী শিল্পীদের সঙ্গে। নির্মাণ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন তিনি। উত্তর-পূর্ব থেকে জনজাতি নেতৃত্ব আসবেন এখানে। এখানে তুলে ধরা হবে জনজাতিদের হারিয়ে যাওয়া দৃষ্টি সংস্কৃতি। ১৫ নভেম্বর এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি অংশের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত উপস্থিত হবেন এই উৎসবে।