স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : প্রধান শিক্ষকের বদলি রুখতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভ। পদোন্নতি পেয়ে বদলি হয়েছিলেন ধর্মনগর নয়াপাড়ার স্কুলের প্রধান শিক্ষক। জানা যায়, নয়াপাড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দলাল ভট্টাচার্যের বদলির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকদের পক্ষ থেকে গণধর্নায় বসে।
রাজ্যজুড়ে জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত যে তালিকা বের হয়েছে তাতে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকদের বিভিন্ন স্কুলে বদলি করা হয়েছে। এই তালিকায় বদলি হওয়া হেডমাস্টারদের অনেকেরই যার যার স্কুলে গ্রহণযোগ্যতা চূড়ান্ত। তাই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তাদের প্রিয় প্রধান শিক্ষক বদলি হয়ে এখনই অন্যত্র চলে যাবেন তা মেনে নিতে পারছে না।
এই বদলির প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে ধর্মনগরের নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা গণধরনায় সামিল হয়। তাদের দাবি স্কুলের প্রধান শিক্ষক নন্দলাল ভট্টাচার্যকে এখন বদলি করে অন্যত্র পাঠালে এই স্কুলের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। অন্ততপক্ষে বার্ষিক পরীক্ষা পর্যন্ত যাতে বদলি না করা হয় তার জন্য দাবি জানান।