স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাহিত মহিলার সঙ্গে চা বাগানে অবৈধ সম্পর্ককে ঘিরে উত্তেজনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানে। ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানের এক চা শ্রমিকের স্ত্রী গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকালে উদ্ধার হয়।
জানা যায় হরেন্দ্রনগর চা বাগানের এক চা শ্রমিক ভালোবেসে বিয়ে করে লক্ষ্মীলুঙ্গা চা বাগানের এক যুবতীকে, তাদের ৫ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গত ৬ মাস ধরে হরেন্দ্রনগর চা বাগানের এক বিশ্ব প্রতাপ গুপ্তা নামে যুবক বিয়ে প্রলোভন দিয়ে বিবাহিত গৃহবধূকে ফুসলিয়ে শারীরিক লালসা চরিতার্থ করে পালিয়ে যায় বলে অভিযোগ। গৃহবধূ জানান, গত বুধবার স্থানীয় এক বাড়ির পেছনে জঙ্গলে সে এক রাত কাটিয়েছে তার প্রেমিক বিশ্ব প্রতাপ গুপ্তার সঙ্গে। এবং বিশ্ব প্রতাপ গুপ্তা সেদিনের পর পালিয়ে যায় বৃহস্পতিবার রাতে ঘটনা জানাজানি হতেই। শুক্রবার সকালে মহিলার স্বামী গৃহবধূকে নিয়ে হরেন্দ্রনগর চা বাগানে আসে। শেষ পর্যন্ত গৃহবধূকে তার বাপের বাড়ি কমলপুরে পাঠিয়ে দেয় স্থানীয়রা। অভিযুক্ত প্রেমিক বিশ্ব প্রতাপগুপ্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয় বলে জানা যায়।