স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের চরম সংকট নিরসনে এগিয়ে এসেছে বনমালীপুর স্থিত বিবিসি ক্লাব ও মোটরস্ট্যান্ড শনিতলা কালী মন্দির কমিটির। শুক্রবার যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, ২১ নং ওয়ার্ডের কর্পোরেটার অলক ভট্টাচার্যী সহ অন্যান্যরা। দীপাবলি উপলক্ষ্যে মায়ের পূজা হবে। কিন্তু তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে শিকার করে রক্তদানের মত মহৎদানের আয়োজন করতে হবে। এই আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সকলকে আলোর উৎসব দীপাবলির আগাম অভিনন্দন জানান তিনি। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা। এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।