স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : ব্ল্যাড ম্যান ইন্ডিয়া প্রকাশ এন নাডার শুক্রবার আইজিএম ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেছেন। এই ব্ল্যাড ম্যান ইন্ডিয়া প্রকাশ এন নাডার মহারাষ্ট্রের বাসিন্দা। তুমি ২৭ টি রাজ্যে ঘোরে রক্তদান করেছেন।
শুক্রবার তিনি ২৪ তম রক্তদান করেছেন আইজিএম ব্লাড ব্যাংকে। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছে রক্তদানে পিছিয়ে না থেকে এগিয়ে আসার জন্য। কারণ রক্তের কোন বিকল্প নেই। রক্তদান সবচেয়ে বড় সামাজিক কর্মসূচি। এই কর্মসূচি প্রতি সকলকে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।