স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধার ঘরে রাতের অন্ধকারে ঢিল ছুড়ে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ উঠলো সিদ্ধার্থ রায় চৌধুরী নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। অভিযোগ আমতলী থানার অন্তর্গত সেকেরকোট চা বাগান সংলগ্ন এলাকার সিদ্ধার্থ রায় চৌধুরী প্রায় প্রতিদিনই রাতে পার্শ্ববর্তী বাড়ির পুষ্প রায়চৌধুরী ঘর লক্ষ্য করে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে বৃদ্ধ মহিলাকে ভয়-ভীতি প্রদর্শন করে।
একই ভাবে বৃহস্পতিবার রাতে সিদ্ধার্থ রায় চৌধুরী ঐ বৃদ্ধ মহিলার ঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়লে মহিলা চিৎকার শুরু করেন। মহিলার চিৎকার শুনে মহিলার ছেলে বিজয় রায় চৌধুরী সহ স্থানীয়রা ছুটে আসার পর পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সিদ্ধার্থ রায় চৌধুরী পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঐ বৃদ্ধা মহিলার সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হয়। বৃদ্ধা পুষ্প রায় চৌধুরী জানান প্রায় সময় সিদ্ধার্থ রায় চৌধুরী ওনার ঘর লক্ষ্যে করে ঢিল ছুড়ে। সিদ্ধার্থ জায়গার দালালির কাজ করে। অসহায় বৃদ্ধ মহিলা এইদিন অভিযুক্তর শাস্তির দাবি জানান।