স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : টাকা পয়সার হিসেব নিয়ে নিজেদের মধ্যে মারপিট ঘিরে রক্তারক্ত। দুইজন বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে ধর্মনগর থানার পুলিশ আটক করেছে। আরো একজন পলাতক।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবারে মিন্টু নাথ, অজয় দেব এবং সানি দেবনাথের সাথে কাজ করেন।
বৃহস্পতিবার রাতে ধর্মনগর বাজারে পরস্পরের সাথে দেখা হয়, কথা কাটাকাটি হয়ে মারপিটের উপক্রম সৃষ্টি হয়। তখন বাজারের লোকেরা তাদের ঝগড়া থামায়। সুমন দেবনাথের অভিযোগ অজয় এবং সানি মিন্টুর ফোন ও হেলমেট রেখে দেয়। সুমন দেবনাথ তাদের জন্য ধর্মনগরের মোটর স্ট্যান্ডের জুরি নদীর ব্রিজের কাছে অপেক্ষা করছিল। সেখানে সানি ,অজয় এবং মিন্টু আসতে নিজেদের মধ্যে আবার পুরনো শত্রুতা ধরে ঝগড়ার সৃষ্টি হয়। মিন্টুর ফোন এবং হেলমেট ফেরত দিয়ে দেয়। কিন্তু ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মিন্টুর ছুরির আঘাতে সানি দেবনাথ এবং অজয় দেব আহত হয়। ছুরি দিয়ে আঘাত করে মিন্টু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসীরা সুমন, অজয় এবং সানিকে আটক করে। রক্তাক্ত অবস্থায় সানি এবং অজয়কে দমকল কর্মীরা এসে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করায়। পুলিশ সুমন দেবনাথকে এলাকা থেকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়।