স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সাইন্স এবছর বি এস সি নার্সিং কোর্সের জন্য সম্মতি পেয়েছে। ৪০টি আসন নিয়ে শুরু হতে চলেছে বিএসসি নার্সিং কোর্স। ভর্তির জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৩ নভেম্বর। আগামী ২০ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আমতলি স্থিত বাইপাস সংলগ্ন কলেজে নির্ধারিত আসনের জন্য কাউন্সিল হবে।
বৃহস্পতিবার নাগিছড়া স্থিত নার্সিং ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কলেজে ফাউন্ডার তথা চেয়ারম্যান ডাক্তার পার্থ প্রতিম সাহা। কলেজে কোর্স করার জন্য এস টি এবং এস সি -দের জন্য বিশেষ সুযোগ রয়েছে। এবং অত্যন্ত যত্ন সহকারে কোর্স করানো হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন ইনস্টিটিউটের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা।