Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবোবাগ্রার ফেইসবুক পেইজ হ্যাক, মামলা সাইবার ক্রাইমে

বোবাগ্রার ফেইসবুক পেইজ হ্যাক, মামলা সাইবার ক্রাইমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : বোবাগ্রার ফেইসবুক পেইজ হ্যাক করার অভিযোগ তুলে সাইবার ক্রাইমের এসপি -র কাছে মামলা করল তিপ্রা মথা। মামলাতে করা হয়েছে তিপ্রা মথার মিডিয়া কডিনেটর নিতিশ রিয়াং পক্ষ থেকে। মামলায় উল্লেখ করা হয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ফেইসবুক পেইজটি তিনি পরিচালনা করেন। কিন্তু পেইজে গত কয়েকদিনে তিনি কোন কিছুই পোস্ট করেননি।

৬ এবং ৮ নভেম্বর একটি অশ্লীল বিষয়বস্তু উল্লেখিত পৃষ্ঠা থেকে একটি গল্প হিসাবে পোস্ট করা হয়। এতে প্রদ্যোত কিশোর দেববর্মনকে অপমান করা হয়। এটি নিছক হ্যাকিং প্রচেষ্টা নয়, বরং জনসমক্ষে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র। মামলার পর দলের নেতা মেবার কুমার জমাতিয়া জানান, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ফেসবুক পেইজ কিভাবে হ্যাক করা অত্যন্ত গুরুতর ক্রাইম।

এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সাইবার ক্রাইম ব্রাঞ্চকে। দীর্ঘদিন ধরে এভাবে অপ্রচেষ্টা চলছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। তবে মামলার কপিতে উল্লেখ করা হয়েছে হ্যাক করে নাকি বোবাগ্রার ফলোয়ার কমানো হয়েছে। কিন্তু আসলে ফলোয়ার কমানো হয়েছে নাকি লোকসভা নির্বাচনের আগে বোবাগ্রার আবেগ ভালোবাসা কাজে না আসায় জনপ্রিয়তা কমছে সেটা বলা কঠিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য