স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রম নগর পঞ্চায়েতের মধ্য চম্পামুড়ার শতবর্ষ পুরনো কবরস্থান বেদখল মুক্ত করতে ওয়াকফ বোর্ড ঘেরাও এলাকাবাসীদের। এ বিষয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুকলি ব্লকের অন্তর্গত বিক্রম নগর পঞ্চায়েতের মধ্য চম্পামুড়া কবরস্থানের জায়গা নিয়ে ঝামেলা চলছে। দ্রুত সমস্যা নিরসনের জন্য এলাকাবাসিরা একাধিকবার জেলাশাসক ও ওয়াকফ বোর্ডের দ্বারস্থ হয়েছে।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা বাধ্য হয়ে তাদের কবরস্থান দখলমুক্ত করার দাবিতে বৃহস্পতিবার ওয়াকফ বোর্ডের অফিস ঘেরাও করে। বিক্ষোভকারি এলাকাবাসীর বক্তব্য, আচমকা তাদের কবরস্থানে কালী মন্দির গড়ে তুলছে। এ বিষয়ে এলাকার মানুষদের সাথে মুষ্টিমেয় লোক কোন ধরনের কথাবার্তা না বলে কালী মন্দিরটি গড়ে তুলেছে। ১০০ বছরের পুরানো কবরস্থানে কিভাবে আচমকা কালী মন্দির গড়ে তোলা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসিরা। এইদিন এলাকাবাসিরা ওয়াকফ বোর্ডের নিকট দাবি জানান তাদের কবরস্থানের সীমানা নির্ধারণ করে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হোক। পাশাপাশি কবরস্থানে একটি ঘর নির্মাণ করে দেওয়া হোক। তাদের দাবি পূরণ না হলে, আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায়। তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক টানটান পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চলছে।