Sunday, January 26, 2025
বাড়িরাজ্যকুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের সময় আটক ১

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের সময় আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : গাঁজা পাচারের সময় আটক এক ব্যাক্তি। জানা যায় বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়। উত্তম কুমার পাল নামে এই ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে গাঁজা পাচার করার সময় রেল পুলিশ আটক করে।

ধৃতের নাম উত্তম পাল। তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৩১৯ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অভিযুক্ত রাজ্যের রেল লাইনকে কাজে লাগিয়ে গাঁজা পাচারের নেটওয়ার্ক সৃষ্টি করেছে। তার সাথে জড়িত বাকিদের আটক করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে নেওয়া হয়েছে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য