Monday, December 4, 2023
বাড়িরাজ্যসোনার তরী হোটেলের পক্ষ থেকে কম্বল বিতরণ

সোনার তরী হোটেলের পক্ষ থেকে কম্বল বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : ছেলে অফিসার কিংবা কোন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু জন্মদাতা মায়ের আশ্রয় হয়নি ঘরের চার দেওয়াল, শেষ আশ্রয় হয়েছে আপনা ঘর। আবার কোন মায়ের ছেলে মেয়ে কেউ নেই, জীবনের শেষ লড়াইটা এনে দাঁড় করিয়েছে আপনা ঘরে। নিজের মত আরো অনেকেই আছে যারা দুফোঁটা চোখের জল দিয়ে আঁচল ভিজিয়ে আপনা ঘর আপন করে নিয়েছে।

যতদিন যাচ্ছে জীবনের শেষ প্রহর গুনছে, এর মাঝে কেউ যদি এসে পাশে দাঁড়ায় তাহলে সেটা হয়ে যায় অত্যন্ত আনন্দের বিষয়। কারণ আপন মানুষ যখন আপন করে নিতে পারল না, তখন পর মানুষ আপন করে নিলে সেটা চোখের কোনে জমে থাকা দু ফোঁটা জল এলেও একটু হাসি ফুটাতে পারে। এটাই স্বাভাবিক। বৃহস্পতিবার রাজধানীর সোনার তরী হোটেলের পক্ষ থেকে কম্বল বিতরণ ও খাবার বিতরণের বিশেষ আয়োজন করা হয় বড়জলা স্থিত আপনার ঘরে। সামাজিক কর্মসূচি বিশেষ অঙ্গ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সয়ন্তন মিত্র। মেয়রের উপস্থিতিতে এদিন কম্বল তুলে দেওয়া হয় মায়েদের। এ ধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য