স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : রাজ্যে উৎসবের মরশুম চলছে। ব্লাড ব্যাংক গুলির মধ্যে সৃষ্টি হয়ে আছে রক্তের চরম সংকট। সংকট বন্ধ করে রক্তের জোগান দিতে বৃহস্পতিবার ৭০ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় দপ্তরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের যৌথ উদ্যোগে হয় রক্তদান শিবির।
শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ দপ্তরের আধিকারিকেরা। ২০১৮ সালের পর রাজ্য সরকারের কর্মচারীদের বিগত দিনের মানসিকতায় পরিবর্তন এসেছে। ২০১৮ –র আগে সরকারী দপ্তর গুলিতে কাজের পরিবর্তে দলের নামে চাঁদা সংগ্রহ হত। মিছিলে যাওয়ার জন্য কর্মচারীরা অফিসে যেতেন। নতুন সরকারের কাছে কোন চাপ নেই। চাঁদা দিতে হয় না। এখন রক্তদানে এগিয়ে আসছেন তারা। সমবায় দপ্তরের মাধ্যমে মানুষের চাহিদা এবং মৌলিক অধিকার গুলির আরো কার্যকর হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন প্রায় ৫০ জন রক্তদান করেন।