স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ইন্ডিয়া জোটের এক প্রধান মুখ হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ। আর এর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে সুযোগ নিতে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। দেশে ডাবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যগুলিতে রয়েছে সেসব রাজ্যগুলিতে জোরদার আন্দোলন শুরু করেছে শাসক দলের মহিলা সংগঠন তথা মহিলা মোর্চা। ব্যতিক্রমী নয় ত্রিপুরা।
প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে বুধবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমারের পদত্যাগের দাবি জানান মহিলা মোর্চা। উপস্থিত প্রদেশ মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্যী জানান, বিহারের বিধানসভায় মহিলাদের আত্মমর্যাদা নিয়ে অশালীন কথা বলেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার। মহিলাদের সম্পর্কে এ ধরনের অপশব্দ ব্যবহার করায় তার পদত্যাগের দাবি করা হচ্ছে। অত্যন্ত নিন্দা জনক ঘটনা বলে দাবি করেন তারা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুশিয়ারি দেন রাস্তায় নামা মহিলা মোর্চার কর্মীরা। এই বিষয় নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী মুখ খুলতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নিতিশ কুমারের উদ্দেশ্যে বলেছেন আপনারা আর কত নিচে নামবেন? কোনও লজ্জা নেই? এভাবেই প্রধানমন্ত্রীও নির্দেশ কুমারকে বিঁধলেন। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের অশালীন আচরণ করে বিধানসভার পবিত্রতা নষ্ট করার খবর গত কয়েক মাসে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মুষ্টিমেয় নেতার বিরুদ্ধে পড়তে শুরু করেছে। ত্রিপুরায় গত কয়েক মাস আগে যাদব লাল নাথের বিরুদ্ধে অশালীন ভিডিও দেখার অভিযোগ তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তিনি আবার বিজেপি দলের বিধায়ক। এখন পর্যন্ত বিরোধী দলের তোলা অভিযোগ নিয়ে সরকার এবং তার দল কোন ব্যবস্থা নিতে দেখে নি রাজ্যবাসী।