স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : রাস্তা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে দা ও লাঠি দিয়ে আক্রমণ করল এক দুর্বৃত্তরা। আহতের নাম অসিত দে। আহতকে দেখতে এসে হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শ্বশুর সজল পাল। ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। অসিত দের কাকা গৌরাঙ্গ দের কাছ থেকে জানা গেছে টেকনি এলাকার বাসিন্দা অসিত দে প্রতিদিনের মতো তার অটো নিয়ে বাড়িতে ফেরার সময় সুমন দেব ও আত্মীয়স্বজন মিলে তার রাস্তা আটকিয়ে প্রথমে থাকে মারধর করে।
পরবর্তীতে বাড়ি যেতে চাইলে তাকে তুলে নিয়ে গিয়ে সুমনের বাড়ির উঠানে ফেলে তাকে দা ও লাঠি দিয়ে আক্রমণ চালায় সুমন সহ তার অন্যান্য আত্মীয় পরিজন। এই আক্রমণে অসিতের ডান পায়ে দায়ের কোপ লাগে, লাঠির আঘাতে তার মাথা ও মুখ থেকে রক্ত বের হতে থাকে। সুমন দেবের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। ঘটনার পর সুমনকে নিয়ে তার মা ও কাকা কদমতলা হাসপাতালে সুমনের চিকিৎসা করাতে আসলে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। উত্তেজিত এলাকাবাসীর অভিযোগ সুমন আইনের হাত থেকে বাঁচতে অভিনয় করে চিকিৎসা করতেএসেছিল হাসপাতালে। তখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।