Monday, December 4, 2023
বাড়িরাজ্যবিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে শোভাযাত্রা

বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস। বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস।

 তিনি বলেন, এক্সরে করার সময় বহু রোগী পরিজন সামনে গিয়ে রোগীর সাথে দাঁড়িয়ে থাকে। এটা ঠিক নয়। যারা এক্সরে করেন তাদের শরীরে এক্সের প্রভাব থেকে সুরক্ষার জন্য কভার থাকে। কিন্তু রোগীর পরিবারের লোকজনদের শরীরে এ ধরনের কোন কভার না থাকায় তাদের চামড়ার উপর প্রভাব পড়তে পারে। তাই এক্সরে করার সময় রোগী ছাড়া অন্য কারোর থাকা ঠিক নয়। তাই সকলকে সচেতন করার জন্য আজকে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য