স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : কারি কারি টাকা আসছে, ডজন ডজন প্রকল্প রূপায়ণ হবে, কৃষকদের আয় দ্বিগুণ হবে, শ্রমিকদের আয় তিনগুণ হবে, ঘরে ঘরে চাকরি হবে এবং গ্রাম শহর উন্নয়নে ভেসে যাবে। এই কথাগুলি শুনতে শুনতে মানুষ হতাশ হয়ে গেছে। বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার কমলপুর সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গনে সিপিআইএম দলের উদ্যোগে এক জনসভা সংগঠিত করা হয়।
জনসভা শুরুর আগে কমলপুর শহরে মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনঃরায় সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় জনসভা। এইদিনের জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী আরও বলেন, সারা বিশ্বের মধ্যে ১২৫টি দেশের মানুষের মধ্যে ভারতবর্ষে মানুষ ক্ষুধার্তের দিকে বর্তমানে ১২১ নম্বরে রয়েছে। দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাজ নেই, খাদ্য নেই চরম সংকট সৃষ্টি হয়ে আছে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রনজিৎ ঘোষ, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যরা।