স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : প্রেমিকের প্রতারণায় আত্মহত্যার পথ বেছে নিল কলেজ পড়ুয়া প্রেমিকা। মঙ্গলবার দুপুরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় জিবি হাসপাতালের চিকিৎসকরা।
ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক মাস আগে খোয়াই কলেজে ভর্তি হওয়ার সময় প্রতারক যুবকের সঙ্গে দেখা হয় সঞ্জনা দাস নামে খোয়াই জাম্বুরা এলাকার ছাত্রী। তখন কলেজের এক যুবকের সাথে এই ছাত্রীর পরিচয় হয়। ধীরে ধীরে মোবাইল ফোনের মাধ্যমে কথোপকথনের মধ্য দিয়ে দুজনের মনে ভালোবাসা জন্ম নেয়। মেয়েটির ভালবাসা হলেও যুবকের ভালোবাসা ছিল মেয়েটিকে প্রতারণার ফাঁদে ফেলা। তারপর মেয়েটি পরিবারের পক্ষ থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়।
তখন অভিযুক্ত প্রেমিক গৌরব দে বিয়েতে রাজি হয়নি। তখন যুবতী পরিবার আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করে জানতে পারে খোয়াই কালিবাড়ি এলাকার গৌরব আগে থেকেই প্রতারক। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা-পয়সা লুট করে। এবং স্বার্থসিদ্ধি হয়ে গেলে ধীরে ধীরে সে মেয়েদের ভালোবাসার ইতি টানে। ব্যতিক্রম হয়নি সাঞ্জানার সাথে। বিষয়টি জানতে পেরে সাঞ্জনা গত একমাস ধরেই প্রেমের বিরহে বাঁচতে শুরু করে। অবশেষে সে বিষপান করে নিজ বাড়িতে।
তার ছোট বোন দেখতে পেয়ে চিৎকার করলে তার মা এসে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হলে মঙ্গলবার সকাল সাড়ে দশটার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সাঞ্জনা। কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যুবতী পরিবার মামলা দায়ের করবে বলে জানায়।