Friday, December 1, 2023
বাড়িরাজ্যলরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি দোকান

লরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : পাথর বোঝাই লরি দূর্ঘটনার কবলে পড়ার ফলে ব্যাপক ক্ষতি হয় পানিসাগর বাজারের তিনটি দোকানের। ঘটনার বিবরনে জানা যায় চুড়াই বাড়ি থেকে পাথর বোঝাই করে ঊনকোটি জেলার ফটিকরায়ে যাওয়ার সময় পানিসাগর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পরে একটি লরি।

দূর্ঘটনার ফলে ক্ষতি হয় তিনটি দোকানের। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা। তারা জানান তিনটি দোকান মিলে প্রায় পাচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। দূর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ। জানা যায় গাড়ির মালিকের বাড়ি ফটিকরায়ে। পরে পুলিশের সহায়তায় ক্রেন দিয়ে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্বার করে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য