স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : বাগমা গোপী চৌমুহনি এলাকায় শাসক দলের নেতার মদতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। বাম আমল থেকে রাস্তাটি সংস্কারের অভাবে ভুগছিল। এলাকাবাসীর দৈনন্দিন সমস্যা ছিল রাস্তাটি দিয়ে চলাফেরা করা। পরে এলাকাবাসীর দাবি মেনে রাস্তাটি রাজ্য সরকার সংস্কারের উদ্যোগ নেয়।
এবং উদয়পুর পূর্ত দফতর থেকে ২৩ লক্ষ টাকা ব্যয় করে এ রাস্তা সংস্কারের কাজ চলছিল। অভিযোগ শাসক দলের তকমা লাগানো নেতা তথা ঠিকেদাররা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দপ্তরের আমলারা নিম্নমানের কাজ করে রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থ রাশি থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। অভিযোগ, ৫ লক্ষ টাকার বিনিময়ে ২৩ লক্ষ টাকার এই কাজটি কিনেছিল সেই নেতা ঠিকেদার। রবিবার বাগমা গোপী চৌমুহনি এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে এলাকা ছেড়ে পালায় ঠিকেদার ও শ্রমিকরা। কাজের এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে সাধারণ মানুষ হাত দিয়েই পিজ উঠে যাচ্ছে। স্থানীয়দের দাবি, অতিসত্বর দপ্তরের সঠিক হস্তক্ষেপের মাধ্যমে পুনরায় সঠিক সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। নিম্নমানের রাস্তা সংস্কার নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে গোটা এলাকাবাসীর মধ্যে।