স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : বিদ্যুৎ নিগমে কর্মরত রাজীব মালাকার নামে এক ব্যক্তি দুর্ঘটনায় পরে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি কৈলাশহর গোবিন্দপুর এলাকায়। বর্তমানে ধর্মনগরে কর্মরত। মাঝে মধ্যেই দায়িত্ব সেরে বাইকে করে নিজ বাড়ি ফেরেন তিনি। শনিবার ধর্মনগর থেকে দায়িত্ব সেরে বাইক নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।
রাস্তায় ঘটে দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে। বাইক থেকে ছিটকে পড়েন রাজীব। ঘটনাটি ঘটে চিনিবাগান এলাকায়। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ভগবাননগর জেলা হাসপাতালে। এক পরিচিত খবর দেয় রাজীবের পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জানতে পারেন অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়েছে রাজীব মালাকারকে। নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। মাথার আঘাত গুরুতর। এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।