Friday, December 27, 2024
বাড়িরাজ্যজমি সংক্রান্ত বিরোধ ঘিরে আহত ৭

জমি সংক্রান্ত বিরোধ ঘিরে আহত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : গত বেশকিছু দিন ধরে উদয়পুর মহারানী কলোনী এলাকার দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে রবিবার সকালে উদয়পুর‌ মহারানী এলাকার বাসিন্দা আবির আলী তার বাড়ির জায়গা ‌তৈরী করার জন্য মোটর চালিয়ে জল ব্যবহার করার‌ সময় পাশের বাড়ির নবির হুসেন বাধা দেয়। আর এ নিয়ে দুই পরিবারের মধ্যে  প্রথমে কথা কাটাকাটি পরবর্তী সময়ে হাতাহাতি রূপ নেয়।

আর‌ এতে দুই পরিবারের সাত জন আহত হয়। তারা হল আবির আলী, সালেমা খাতুন, সুফিয়া বিবি, নাবির হুসেন, কামাল হোসেন, উপ্রা হুসেন সহ আরো একজন। তারা সকলেই গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। থানায় খবর লেখা পর্যন্ত মামলা দায়ের করে নি কেউই। মামলা হবে বলে জানায় দুই পক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য