স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : প্রকৃত গণতন্ত্রের উদাহরণ মিজোরাম। মিজোরামে ভোট প্রচারে গিয়ে প্রত্যক্ষ করা গেছে সেখানকার গণতান্ত্রিক পরিবেশ। ত্রিপুরার নির্বাচনের আগে ও পরে যে পরিবেশ তৈরি হয়ে আছে তার জন্য সরকারকে এবং রাজ্য প্রশাসনকে মিজোরাম থেকে শিক্ষা নেওয়া দরকার। সেই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ।
রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অসংগঠিত শ্রমিক সংগঠনের এক সভা উপস্থিত হয়ে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সভায় এইদিন সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এইদিনের সভায় অংশগ্রহণ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান অসংগঠিত শ্রমিক সংগঠনের সকল জেলা নেতৃত্বদের নিয়ে এইদিন সভা করা হয়েছে। অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে। তাই এইদিন সকল জেলার প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়েছে। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।