স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ নভেম্বর : ভালোবেসে বিয়ে করে গ্রেফতার হল যুবক। ঘটনা শান্তির বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার উদয়পুর রাজারবাগ এলাকা থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে শান্তিরবাজার এলাকার গাড়ী মেকানিক্স সুজিত দাশ গাড়িতে করে নিয়ে যায়। পরবর্তী সময়ে নাবালিকা কন্যার বাবা উদয়পুর মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করেন।
পুলিশ ৬৯/২০২৩ নম্বরের মামলা নিয়ে নেয়। ভারতীয় দন্ডবিধির ৩৬৬( এ)/৩৪ আই পি সি ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। শনিবার রাতে উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তিরবাজার থেকে অভিযুক্ত সুজিত দাশকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে উদয়পুর আর কে পুর থানায়। সুজিত জানায় তার সঙ্গে গত দেড় থেকে দুই বছর হয়েছে সম্পর্ক রয়েছে নাবালিকা কন্যার। সে প্রায়ই সুজিতকে টেলিফোন করে বিয়ে করার জন্য বলত। এই জন্য সে সেইদিন মেয়েটিকে বিয়ে করেছে খয়েরপুর স্থিত চৌদ্দ দেবতা মন্দিরে। পুলিশ অভিযুক্তকে আদালতে তোলবে বলে জানায়।