স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : মানুষের বুকে এবং ফুসফুসে যেসব সমস্যা রয়েছে সবগুলি এখন জিবি হাসপাতালে চিকিৎসা সম্ভব। এর মধ্যে বিশেষ করে বনক্রাইটিস কমেন্ডি, লান ক্যান্সার এবং বুকে জল জমা সহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা এখন জিবি হাসপাতালে রোগীদের মিলছে। বৃহস্পতিবার জিবি হাসপাতালের কনফারেন্স হবে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান চিকিৎসক তপন মজুমদার।
তিনি আরো বলেন রোগীদের আরো উন্নত পরিষেবা দিতে পলিগ্রাফি মেশিন আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং রোগীদের জন্য আইসিইউতে রেখে বিশেষ পরিষেবা দেওয়ারও সুযোগ রয়েছে। এর পাশাপাশি রোগীর ফুসফুসে জল জমলে সেই চিকিৎসাও হাসপাতালে হয় বলে জানান তিনি। হাসপাতালে এম এস শংকর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে বলেন সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ রক্ত রোগীর শরীরে দেওয়ার যে অভিযোগটি উঠেছিল সেটা তদন্ত করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রক্তে প্যাকেটে ২৪ নভেম্বর লিখতে ভুল করে ২৪ অক্টোবর লেখায় সমস্যাটি হয়েছে। তবে যারা রক্তটি দেওয়ার ক্ষেত্রে দায়িত্বে ছিলেন তাদের ভুল রয়েছে বলে জানান এম এস। এ ধরনের গাফিলতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।