স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ নভেম্বর : ট্রেডিশন প্রথা থেকে বের হয়ে আসতে পারছে না টেট উত্তীর্ণ বেকার মহল। কারণ তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিবছর একসাথে সকলকে নিয়োগ করার জন্য সরকারকে চাপে ফেলতে শুরু করেছে। কিন্তু নিয়ম রয়েছে উত্তীর্ণ হলে দপ্তরের যখন শিক্ষকের প্রয়োজন হবে তখনই উত্তীর্ণদের থেকে ধাপে ধাপে নিয়োগ হয়।
কিন্তু বর্তমান আন্দোলন ছাড়া আর কিছুই চোখে দেখছে না তারা। উল্লেখ্য, ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবিতে তারা বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়। এইদিন ২০২২ সালের টেট উত্তীর্ণরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার সাথে সাক্ষাৎ করে। এবং অবিলম্বে ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবি জানায়। দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার পর ২০২২ সালে টেট উত্তীর্ণ এক যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় এইদিন দপ্তরের অধিকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের জন্য দপ্তর প্রস্তুত রয়েছে। কিন্তু দপ্তরের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী নিয়োগের বিষয়ে কোন কিছু বলছেন না। তাই দপ্তর নিয়োগ করতে পারছে না।