স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল চক্রের হাত ধরে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে অবৈধ ভাবে রাজ্যে অনুপ্রবেশ করেও শেষ রক্ষা হল না। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা অবৈধ ভাবে রাজ্যে আসা বাংলাদেশি যুবককে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়। ধৃত বাংলাদেশি যুবকের নাম সোহেল আহমেদ।
বাবার নাম শহিদুল্লাহ। বাড়ি নোয়াখালী এলাকায়। ধৃত যুবকের বক্তব্য কাজের উদ্দেশ্যে সে রাজ্যে এসেছে দালাল চক্রের হাত ধরে। বাংলাদেশের কয়েকজন যুবক মোটা অংকের টাকার বিনিময়ে তাকে তারকাটার বেড়ার উপর দিয়ে ভারতে প্রেরন করে। পরবর্তী সময় বিএসএফ তাকে আটক করে। বিএসএফ তার কাছ থেকে বৈধ পাসপোর্ট, বাংলাদেশি টাকা ও বাংলাদেশের সিম কার্ড সহ একটি মোবাইল উদ্ধার করে। কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ধৃত যুবককে পরবর্তী সময় মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মধুপুর থানার এক পুলিশ অফিসার জানান ধৃত বাংলাদেশি যুবক জানিয়েছে কাজের সন্ধানে সে অবৈধ ভাবে রাজ্যে এসেছে। তার সাথে বৈধ পাসপোর্ট রয়েছে।