স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : রাজধানীর নন্দননগর এস ডি ও চৌমুহনি এলাকায় নিজ বাড়ি থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সঞ্জয় পাল, বয়স ২৮ বছর। তিনি পেশায় একজন অটো চালক ছিল। জানা যায় দুই বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে করে সঞ্জয় পাল।
বিয়ের পর থেকে দম্পতির মধ্যে প্রায় সময় বিবাদ লেগে থাকত নানা বিষয় নিয়ে। এরই মধ্যে রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ হয়। পরবর্তী সময় সঞ্জয়ের দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে জিবি ফাঁড়ি থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে আশা হয়। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় মৃত সঞ্জয় পালের কাছ থেকে একটি সুইসাইট নোট উদ্ধার হয়েছে। সুইসাইট নোটে নিজের মৃত্যুর জন্য কাউকেই সে দায়ী করে নি। বরং নিজের সন্তানকে দেখাশুনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে। ময়না তদন্তে রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা।