স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : ‘আত্মনির্ভর ভারত’ গড়তে উৎসবের মরশুমে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি জানালেন এবারের গান্ধী জয়ন্তীতে খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামী দিনেও দেশের মানুষকে দেশীয় উৎপাদনকে এভাবেই উৎসাহিত করে চলার ডাক দিয়েছেন মোদি। আহ্বান জানিয়েছেন, সবাই যেন স্থানীয় পণ্য কেনায় নজর দেন।
এদিন দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন বিজেপি ১৪ বাধারঘাট মন্ডলের ৯ নং বুথ এলাকা অর্থাৎ ভট্টপুকুর কালিটিলা এলাকার বাসিন্দা দিলীপ সাহার বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী। সাথে উপস্থিত ছিলেন ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানি সরকার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর মুখ্যমন্ত্রী বলেন প্রতি মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকে দেশের মানুষ। প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসির সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরায় বসে সমগ্র দেশকে দর্শন করা যায়। সর্দার বল্লব ভাই পেটেলের জন্মদিনকে কি ভাবে পালন করতে হবে সেই বিষয়ে এইদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় ভাবে উৎপাদিত সামগ্রীর উপর নির্ভরশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন অজানা বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন রাজধানীর শান্তিপাড়া এলাকায় দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রধানমন্ত্রী বারে বারে উল্লেখ করেছেন উৎসবের মরশুমে দেশের মধ্যে তৈরি করা সামগ্রী গুলি ব্যবহার করার জন্য। এছারাও দেশকে সমৃদ্ধশিল করার জন্য একাধিক বিষয় এইদিন মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন।