স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : রাতে গাড়ি করে বাড়ি ফেরার সময় গভীর জঙ্গলে গাড়ি দাঁড় করিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা সহ স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার লক্ষ্মী পূজার রাতে নয়টার নাগাদ উদয়পুর শপিংমলে কাজ সেরে বাগমা নিজ বাড়িতে ফেরার জন্য উদয়পুর নেতাজি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি অপরিচিত অল্টো গাড়িতে উঠে বিশাল দে নামে এক যুবক।
অভিযোগ গাড়িতে আরো পাঁচজন ছিলেন। গাড়িটি ইকোপার্ক পার হয়ে জঙ্গলের মধ্যে মাছ রাস্তায় দাঁড়িয়ে পড়ে যুবককে মারধর করে ধারালো অস্ত্র বের করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। সাথে সাথে যুবকটি ভয় পেয়ে তার সাথে থাকা একটি মোবাইল ফোন, নগদ টাকা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে যুবকটিকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অন্ধকার রাতে গভীর জঙ্গলে জাতীয় সড়কের পাশে এক যুবক অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অপর একটি গাড়ি দাঁড়িয়ে যুবকের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে সাথে সাথেই উদ্ধার করে বাগমা ফাঁড়িতে নিয়ে আসে। রবিবার সকালে পুলিশ ফাঁড়িতে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়।