স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : প্রয়াত হলেন বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দে’। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার ভোরে তাঁর মরদেহ ধর্মনগর ডিএনভি রোডস্থিত নিজ বাসভবনে নিয়ে আশা হয়। সেখানে পৌঁছানোর পর অসংখ্য মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী শেষ শ্রদ্ধা জানান।
এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় অ্যাথলেটিক ক্লাবে। সেখান থেকে বিজেপি উত্তর জেলা কার্যালয়ে। সেখানে প্রয়াত সুমিত দে-কে শ্রদ্ধা জানান নেতৃত্বরা। শ্রদ্ধা জ্ঞাপন করণে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদব লাল নাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যোত দে সরকার প্রমুখ। মৃত্যুকালে সুমিত দে-র বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী ও একমাত্র পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দে’র প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। গত ২৪ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দে’। ধর্মনগর থেকে জিবিতে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রপচার হয় তাঁর। কিন্তু শেষ রক্ষা হয়নি। একজন ভাল কার্যকর্তাকে অসময়ে হারাতে হয়েছে বলে জানান বিধায়ক যাদব লাল নাথ।