স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : অলিম্পিক অ্যাসোসিয়েশন সচিব রূপক দেবরায় একটি কবাডি ইভেনের জন্য গত কয়েকদিন আগে মথুরার নিয়ে যায় কবাডি খেলোয়াড় সাগর দেববর্মাকে। কবাডি খেলা সম্পূর্ণ হওয়ার পর সাগর দেববর্মার কাছে তের হাজার টাকা দাবি করেন। রুপক দেব রায়কে সেই টাকা মিটিয়ে না দেওয়ায় হাওড়া স্টেশনে ফেলে আগরতলা চলে আসেন। এতে সাগর বাড়ি ফেরার মত কোন টাকা ছিলো না।
এরই মধ্যে তার মোবাইল ফোন এবং টাকার ব্যাগ চুরি হয়ে যায়। তারপর সাগর দেববর্মা বিপাকে পড়ে অন্যের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়। এই ঘটনার সম্পর্কে সকলে অবগত হওয়ার পর শুক্রবার ধনেশ্বর স্থিত অভিযুক্ত রূপক দেবরায়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কবাডি খেলোয়াড়রা। তাদের দাবি অবিলম্বে রুপক দেব রায়কে গ্রেফতার করে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। কারণ সাগরের যদি কোন ধরনের অঘটন ঘটতো তাহলে এর দায়ভার কে নিতো বলে প্রশ্ন করুন তারা। আরো অভিযোগ ত্রিপুরার নাম করে যে ইভেন খেলা হয়েছে তাতে মাত্র ১৪ জনের মধ্যে তিনজন ত্রিপুরার খেলোয়ার ছিল। এই ঘটনার সুষ্ঠ তদন্তের প্রয়োজন বলে দাবি করেন তারা। সাগর দেববর্মার বাড়ি ধূমাছড়া এলাকায়। অভিযুক্ত রূপক দেবরায়ের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তারা।