স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : ৫ দিন ধরে নিখোঁজ মাতৃ হারা ১৩ বছরের ছেলে। দোয়ারে দোয়ারে কেঁদে ফিরছেন অসহায় পিতা। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উত্তম দেবনাথের ১৩ বছরের ছেলে শায়ন দেবনাথ নবমী পূজার দিন থেকে নিখোঁজ। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খবর না পেয়ে শায়ন দেবনাথের পিতা উত্তম দেবনাথ কেঁদে কেঁদে ফিরছেন।
বামুটিয়া পুলিশ ফাঁড়িতেও তিনি এবিষয়ে জানিয়েছেন। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নবমীর দিন থেকে সায়ন নিখোঁজ। সে পুজো দেখতে বের হচ্ছে বলে তার পিতার কাছ থেকে টাকা নিয়ে যায়। তারপর আর বাড়ি ফিরেনি। আত্মীয়-পরিজনদের বাড়িতে ফোন করে জানতে পেরেছেন কারোর বাড়িতে যায়নি সায়ন। প্রশাসনে সহযোগিতায় ছেলেকে ফিরে পেতে কাতর আবেদন জানায় শয়নের পিতা।