স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুই পুজো উদ্যোক্তাদের মধ্যে সংঘর্ষ। এই আক্রমণে আহত হয় মহিলা সহ দশ জন। জানা যায় বৃহস্পতিবার ছিল উদয়পুর মহারানী চৌমুহনী বাজার ব্যবসায়ী বৃন্দের প্রতিমা নিরঞ্জন। সেই মোতাবেক প্রতিমা নিরঞ্জনের জন্য শোভাযাত্রা বের করেন তারা।
এই শোভাযাত্রা মহিলা , পুরুষ অংশ নেয়। শোভাযাত্রাটি পরিক্রমা করে ফেরার সময় স্থানীয় নবশক্তি ক্লাবের আলোক সজ্জার জন্য লাগানো বাঁশ পরে যায় মহারানী চৌমুহনী বাজার ব্যবসায়ী বৃন্দেরর এক সদস্যদের উপর। সাথে থাকা অপর সদস্যরা বাঁশটিকে ঠিক করে দেয়। এরপর নব শক্তি ক্লাবের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আক্রমণ করা হয় মহারানী চৌমুহনী বাজার ব্যবসায়ী বৃন্দেরর সদস্যদের উপর। এই অতর্কিত আক্রমণে আহত হয় মহিলা সহ দশজন বলে দাবী করেন তারা। তাদের উদ্ধার করে নিয়ে আশা হয় মহারানী হাসপাতালে।
সেখান থেকে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহতরা হলেন অজয় দাস ও বাদল ভৌমিক। বাকীদের চিকিৎসা চলছে মহারানী হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।