Monday, February 17, 2025
বাড়িরাজ্যরাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বুধবার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান। ২০১৮ থেকে সুন্দর ভাবে পথ চলা শুরু করেছে ত্রিপুরাবাসী। স্ব-ভিমানী ত্রিপুরা, আত্ম-নির্ভর ত্রিপুরা।

 নিশ্চিত আজকের দিনে সুন্দর গনতান্ত্রিক মানসিকতা সকলকে নিয়ে সুন্দর ত্রিপুরা গড়ার পথ সুগম করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মহাকরণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এইদিন জাতীয় পতাকা উত্তোলন করেন আইনমন্ত্রী রতন লাল নাথ। সেখানে উপস্থিত ছিলেন মহাকরণে কর্মরত সকল স্তরের কর্মীরা। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয়েছিল। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য কোণ নিতি , নির্দেশিকা ছিল না। নিজস্ব সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালে। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী রতন লাল নাথ। একই সঙ্গে  শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ। ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা।  মন্ত্রী রতন লাল নাথ জানান সমগ্র দেশবাসি দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। পৃথিবীতে কম দেশ রয়েছে যাদের গনতন্ত্র প্রজাতন্ত্র রয়েছে। ১৯৪৭ সালে দেশ সবাধিন হলেও ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের সংবিধান কার্যকর হয়। তাই এইদিনটিকে সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি এলবার্ট এক্কা পার্কে গিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদীতে। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় সৈনিক বোর্ডের তরফ থেকে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন নিগমের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, সংবিধানের উপর আস্থা ও নির্ভরতা বাড়া জরুরী। সংবিধানকে সামনে রেখে দায় বদ্ধ ভাবে দেশের সরকার কাজ করে চলেছে। কারণ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান ভারতের সংবিধান।

এই সংবিধানের প্রতি সকলের আরো বেশি দায়বদ্ধ হওয়া দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি বিভিন্ন সরকারি অফিস আদালতেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য