স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : রাজ্যে পা রাখলেন নব নিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। নব নিযুক্ত রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এম বি বি বিমান বন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নব নিযুক্ত রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী।
মুখ্যমন্ত্রী রাজ্যপালের সহধর্মিনীর হাতেও পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানান এদিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যের সাংগঠনিক মন্ত্রী। উল্লেখ্য, ২০ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন তিনি।