স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর :দশমীর উন্মাদনায় ২৪ বছর বয়সী যুবকের অস্বাভাবিক মৃত্যু। কিন্তু কিভাবে ২৪ বর্ষীয় যুবক কার্তিক নাথের মৃত্যু হল তা নিয়ে সংশয় পুলিশের। ঘটনার বিবরণে জানা যায়, দশমীর রাতে বটরসী ও.এন.জি.সি কমপ্লেক্সের ২ নং গেটের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় ধর্মনগর দমকল কর্মীদের।
ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে এসে যুবককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। মৃতের বাড়ি বিল্থই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। সে একটি দোকানের কর্মচারী ছিল। এদিকে এলাকাবাসী সূত্রের খবর, বিশাল নাথ নাকি কার্তিককে কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকায় আরেকজনের সাথে বাইকের পেছনে আসতে দেখে। কিছুটা দূরত্ব আসার পর দুর্ঘটনায় পড়ে। বিশাল নাথ এগিয়ে এসে দেখে কার্তিক নাথ পড়ে আছে। তবে কোন বাইক বা কে চালিয়েছিল কারোর কোন অস্তিত্ব পায়নি। তাই পুলিশ ভাবছিল এই মৃত্যুর পেছনে দুর্ঘটনা জনিত কারণ জড়িয়ে আছে। কিন্তু কোন ধরনের প্রমাণ তাদের হাতে এসে পৌঁছায়নি।