স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর :দশমীর দিন মঙ্গলবার উদয়পুরের গোমতী নদীর দশমীঘাট থেকে উদ্ধার একটি প্রাচীন কালী মূর্তি। গোমতী নদী থেকে প্রাচীন মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভীড় জমান বহু মানুষ। খবর দেওয়া হয় আর কে পুর থানার পুলিশকে। জানাযায় উদয়পুর লোকনাথ বাড়ি সংলগ্ন দশমি ঘাটে স্থানীয় কিছু মানুষ নদীতে নামেন।
আর তারপরই তাদের পায়ে ঠেকে প্রাচীন মূর্তিটি। বিষয়টি স্থানীয় অভিভাবকদের জানান তারা। ডেকে আনা হয় দশমী ঘাটে কর্মরত উদয়পুর পৌর পরিষদের। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন আর কে পুর থানার বিশাল পুলিশ। সকলের সিদ্ধান্ত মোতাবেক পাথরের প্রাচীন মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। পরবর্তী সময় প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী মূর্তিটি হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। তবে উপস্থিত পুলিশ অফিসার জানান নদীতে জল কম।
তার উপর এই স্থান দিয়ে মানুষ হামেশাই চলাফেরা করেন। ঘাটেও নামেন। অথচ কিভাবে এবং কোথা থেকে মূর্তি এল তা স্পষ্ট নয়। এদিকে স্থানীয়দের অভিমত মূর্তিটি খুবই প্রাচীন। ঐতিহাসিক জগন্নাথ দিঘী খননকার্য চলার সময় রাতের আধারে কে বা কাহারা এই প্রাচীন মূর্তিটি নদীতে গেছে বলে অনেকের অনুমান।